আক্ষরিক অর্থে লগো হল একটি প্রতীক। অন্যভাবে বলতে গেলে লগো হচ্ছে একটি প্রতিষ্ঠানের পরিচিতি বহন করে। লগো বিহিন একটি প্রতিষ্ঠান হচ্ছে চেহার বিহীন মানুষের মত। লগো বলতে গেলে একটি প্রতিষ্ঠানের চেহারা।
লগোর প্রয়োজনীয়তা:
লগো হচ্ছে একটি কম্পানির প্রাথমিক ছাপ। একটি দেশের পতাকা যেমন সেই দেশকে চেনায় একটি লগোও একটি প্রতিষ্ঠানকে চেনায়। একটি প্রতিষ্ঠানে লগো বিরাট ভূমিকা পালন করে। এবং লগোর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাবটা নির্ভর করে লগোটা কিভাবে ব্যবহার হচ্ছো সেটার উপর।
লগোর উদ্দেশ্য:
যদি আপনি আপনার চারপাশে থাকান কমপক্ষে দশটি লগো আপনার চোখে পড়বে। লগো আমাদের চারপাশটা ঘিরে রয়েছে এবং আমাদের পরিবেশে স্থান করে নিয়েছে। কিন্তু একটি লগোর উদ্দেশ্য কি? এটি আসলে একজন লগো ডিজাইনার এবং কোম্পানির মালিককে বুঝতে হবে। লগোর কাজ হচ্ছে একটা ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সনাক্ত করা বা মানুষের কাছে পরিচিত করা। এর আগে লগো সম্পর্কে আপনি যাই শোনেন না কেন, সনাক্তকরণই হল একটি লগোর মূল কাজ। একটি প্রতিষ্ঠানের ধরণ পরিবর্তনের সাথে সাথে লগোর ও পরিবর্তন হয়। যেমন এপল এর লগো প্রথমে এক সাইডে কাটা আপেল ছিলনা। নিচে এপল এর পুরাতন লগো দেওয়া হল
যাই হোক, সব কথার এক কথা হল একটি লগোর উদ্দেশ্য হচ্ছে কোন মানুষ, পন্য এবং ব্যবসায়ের সনাক্তকারী প্রতীক।
একটি লগোর গোপন বার্তা বহন করার দারকার পড়েনা:
একটি লগোর মধ্যমে একটি প্রতিষ্ঠানের গোপন বার্তা দেওয়ার প্রয়োজন নেই। লগোর মূল কাজ একটি প্রতিষ্ঠানকে মানুষের কাছে তুলে ধরা। একটি নতুন লগো খালি বদনার মত। যার বেতর সবটাই খালি। যদিও লগোটি দেখতে সুন্দর হক না কেন? সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানের সুনামের সাথে সাথে লগোটা মানুষের কাছে পরিচিত হয়ে উঠে।
লগো কেন প্রয়োজন?
লগো হচ্ছে একটি ব্যবসা বা পণ্যের চেহারা হিসেবে কাজ করে। যখন কেউ কোন ব্যবসা করবে বলে ভাবে। তখন তার ব্যবসার ধরণ অনুযায়ী সে একটি লগো মনে মনে তৈরি করে নেয়। একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ যতটা গুরুত্বপূর্ণ লগো তার চেয়ে কম যায়না। লগো একটি প্রতিষ্ঠানের পরিচিতি সহজ করে একটি ভাল মানের লগো মানুষের মনে স্মরনীয় হয়ে থাকে। সেই লগোর মাধ্যমে সহজেই প্রতিষ্ঠানটি চিনতে পারে। তার মানে ব্যবসায়ীক পরিবেশে লগো সেই ব্যবসাকে মানুষের কাছে তুলে ধরে। এবং মানুষের উক্ত ব্যবসার সাথে যোগাযোগ বাড়ে।
thank u so much for your nice explanation
ReplyDelete