মুভি হচ্ছে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। যেটা আমরা দেখি, যেটা নিয়ে আমরা আলোচনা করি এবং যেটা আমরা ভালবাসি। তবে যেমন তেমন মুভি নয়। যে মুভি কোন সামাজিক বার্তা বহন করেনা, যে মুভি দ্বারা মানুষের মনে নতুন চিন্তার উদ্ভব হয়না যেসব মুভিকে একটি সমাজের অংশ বলা য়ায়না।
মুভি রিভিউ কি: সাধারনত মুভি রিভিউ বলতে আমরা বুঝি একটা মুভি সম্পর্কে আমাদের নিজস্ব ধারনা। যেটা পড়ে একজন একজন পাঠক একটা সিদ্ধান্তে দাড়াই যে, আসলে মুভিটা তার দেখা উচিত নাকি উচিত না।
এখন আসা যাক মুভি রিভিউ আমরা কিভাবে লিখব। এটা সত্য যে, নতুন মুভি রিভিউ লেখকদের কাছে সুন্দর এবং সুস্পষ্ট রিভিউ লেখা একটু কঠিন হয়ে দাড়ায়। তবে নিয়মিত লেখার মাধ্যমে আস্তে আস্তে ভাল রিভিউ লেখা সম্ভব। মুভি রিভিউ লেখাটাও কোন স্কুল বা কলেজের অ্যাসাইনমেন্ট লেখার মত। যেটার জন্য সময় এবং পড়ালেখা দুটাই দরকার। মুভি রিভিউ মানে এই না যে, স্ক্রিনে যা দেখলাম তাই লিখে দিলাম।
নিচে মুভি রিভিউ লেখার কিছু প্রাথমিক ধারণা উল্লেখ করা হল।
মুভিটা একাধিকবার দেখুন: কমপক্ষে দুইবার মুভিটা দেখুন। একবার দেখে মুভির রিভিউ লিখতে বসে গেলে আপনি অনেক কিছু মিস করবেন। কারণ প্রথমবার ছোট ছোট অনেক গুরুত্বপূূর্ণ বিষয় আপনার চোখ এড়াতে পারে।
মুভির পতি রিচিলিখুন: মুভির নাম, পরিচালকের নাম, প্রধান চরিত্রের অভিনেতা অভিনেত্রীর নাম, মুক্তির দিন। এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করুন।
গল্পের সারমর্ম লিখুন: সংক্ষেপে গল্পের সারমর্ম লিখুন। আপনার দু এক লাইন পড়ে পাঠকরা যেন গল্প সম্পর্কে একটা ধারণা নিতে পারে।
মুভি নিয়ে আপনার মন্তব্য লিখুন: মুভি সম্পর্কে আপনার মতামত জানান। যদি মুভিটা ভাল না লাগে তাহলে সেটাই লিখুন। কিন্ত ভাল না লাগার যুক্তি সংগত কারণ দেখান । ভাল লাগলেও একিভাবে লিখুন।
মুভির ধরণ সম্পর্কে লিখুন : মুভিটা কি আর দশটা মুভির মত পরের দৃশ্যে কি হবে তা ধরণা করা যায়, নাকি মুভিতে কোন টুইস্ট রয়েছে সেই সম্পর্কে লিখুন ।
পরিচালক সম্পর্কে লিখুন : মুভির পরিচালক সম্পর্কে কিছু তথ্য লিখুন। সে কি কোন বিতর্কিত ডাইরেক্টর কিনা। তার বিগত মুভি গুলো দর্শকদরে মনে কিরকম সাড়া ফেলেছিল। আগের মুভিগুলোর চাইতে এই মুভিতে কিরকম পার্থক্য চোখে পড়েছে সেটা উলেøখ করুন। আগের মুভির চেয়ে এই মুভিটা ভাল কিনা সেটা উল্লেখ করুন।
অভিনেতা অভিনেত্রী সম্পর্কে লিখুন: অভিনেতা অভিনেত্রীর অভিনয় দৃশ্য সম্পর্কে লিখুন। অতীতের অভিনয় থেকে বর্তমানে অভিনয়ে কতটা উন্নতি করেছে। নতুন অভিনেতা অভিনেত্রী হলে তারা মুভির চরিত্রের সাথে কতটা খাপ খাইয়ে নিতে পেরেছে। তদের অভিনয়ের কোন দৃশ্যটা আপনার ভাল লেগেছে বা কোনটা খারাপ সেটা উল্লেখ করুন।
মুভির কিছু দৃশ্য সম্পর্কে লিখুন: মুভির কোন দৃশ্য যদি আপনার ভাল লাগে, বা আপনি উপভোগ করে থাকেন তাহলে সেই দৃশ্যের বর্ণনা দিন। কোন গান বা ডাইলগ যেটা আপনাকে মুহিত করেছে সেটা লিখুন । পারলে গানের কয়েকটা লাইন লিখে দিন।
সিনেমাটোগ্রাফি সম্পর্কে লিখুন: পরিচালক তার পরিচালনায় কতটা দক্ষতা দেখাতে পেরেছে। মুভির লোকেশন, মিউজিক, ব্যাগ্রাউন্ড মিউজিক সম্পর্কে লিখুন।
উপসংহার লিখুন: সবমিলিয়ে মুভিটা আপনার কেমন লেগেছে। মুভিতে সামাজিক কোন বার্তা রয়েছে কিনা। পঠকরা মুভিটা দেখে কতটা বিনোদিত হবে সে সম্পর্কে নিজের মতামত লিখে শেষ করুন।
No comments:
Post a Comment