বলতে গেলে ডিজাইন আমাদের প্রতিটি পদে পদেই লক্ষনীয়। আমাদের চারপাশে ডিজাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যে বাড়িতে বসবাস করি সেটাও একটা ডিজাইন। যেই খাটে শুই সেটাও একটা ডিজাইন। যেই থালায় ভাত খাই সেটাও একটা ডিজাইন। বলতে গেলে ডিজাইন এবং মানুষের জীবন একটি অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ডিজাইনের সজ্ঞা:
ডিজাইন হল একটি প্রক্রিয়া, যা কল্পনা ও পরিকল্পনার মাধ্যমে সৃষ্ট বস্তু। যেটা একদল নির্দিষ্ট কাস্টমারের প্রেক্ষিতে তৈরি করা হয়।
ডিজাইন নিয়ে ভুল ধারণা:
ডিজাইন শুধুমাত্র কালার, ফন্ট, ছবি বা কোন লেআউট নয় যেটা ডিজাইনার তৈরি করে। বর্তমানে ডিজাইন নিয়ে আামাদের চারদিকে নানা রকম ভুল ধারণা ছড়িয়ে আছে। কিন্তু আসলে এর মূলে কি রয়েছে, এটা কি শুধুই দেখতে চাকচিক্ক হলেই যথেষ্ট? ডিজাইনের প্রধান বৈশিষ্ট হল ভোক্তাদের (কাস্টমার) সাথে ডিজাইনের মাধ্যমে যেগাযোগ স্থাপন করা। আসল ডিজাইন হল একটা সমস্য সামাধানের প্রক্রিয়া।
ডিজাইন শিল্প নাকি বিজ্ঞান?
ডিজাইনকে পুরোপুরি শিল্প ও বলা যায় না আবার বিজ্ঞান ও বলা যায়না। শিল্প হল সৃষ্টিকর্তার কল্পনা আর বিজ্ঞান হল বাস্তবতা। কল্পনা আর বাস্তবতা দুটোর সমন্বেয়ে ডিজাইন সৃষ্টি হয়।
ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার:
নিয়ম অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি নির্দিষ্ট সজ্ঞায়িত বিষয়। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু বিষয়াবলী মেনে চলতে হয়। যেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করতে হয়। পরীক্ষা গবেষণা আরো নানা কিছুর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং সম্পন্ব হয়। এসব ছাড়া ইঞ্জিনিয়ার বলা যায়না। বলতে গেলে ইঞ্জনিয়ারিং হচ্ছে একটি পরিচিত প্রতিষ্ঠিত বিষয়। যেটা ম্যাকানিকাল, ক্যামিকাল, সিভিল এবং ইলেট্রিকাল হতে পারে। কিন্তু ডিজাইন এবং ডিজাইনার হচ্ছে অন্য বিষয়। হ্যা, ডিজাইনিংয়ে ও ডিগ্রী রয়েছে। অনেক ডিজাইনার রয়েছে যারা নামকরা প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত। কিন্তু বেশিরভাগ ডিজাইনে ডিগ্রী এবং সনদ তেমন একটা প্রয়োজন পড়ে না।
স্থাপত্য হচ্ছে লক্ষনীয় ব্যতিক্রম, যেটার সাজসজ্জার সাথে ইঞ্জিনিয়ারিং এর মিল রয়েছে। কিন্তু ডিজাইনের অন্য দিক লক্ষ করলে যেমন, গ্রাফিক ডিজাইন, ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, টাইপোগ্রাফি এবং আরো কিছু ডিজাইনে ডিগ্রী এবং সনদের দরকার পড়ে না।
ডিজাইন কত প্রকার:
ডিজাইন হচ্ছে একটি নির্দিষ্ট চিন্তা অনুসরণ করে সেই চিন্তা সামাধানের প্রক্রিয়া। সেই সামাধান হতে পারে কোন প্রোডাক্ট, ফার্নিচার, মেশিন, সিস্টেম, ওয়েবসাইট, তথ্য, ব্র্যান্ড, লগো, গ্রাফিক, পোস্টার, মুভি, বিজ্ঞাপন, আর্ট ইত্যাদি। এতগুলোর মধ্যে ডিজাইনকে একটি বিষয় নিয়ে সজ্ঞায়িত করা কঠিন হয়ে দাড়ায়। তাই কিছু ডিজাইনের নাম উল্লেখ করছি যেগুলো ডিজাইনের আওতায় পড়ে এবং এসব ডিজাইনের সাথে আামর পরিচিত।
আর্কিটেকচার ডিজাইন, অটোমেটিক ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ফিল্ম ও ভিডিও ডিজাইন, ফার্নিচার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্ডষ্ট্রিয়াল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, প্রোডক্ট ডিজাইন, সফটোয়ার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং অন্যান্য।
very informative
ReplyDelete